সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)
দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২-৭৭৮৯৩৩৮
ই-মেইল: grasulgeo@yahoo.com
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব পরমাণু খনিজ মূলতঃ বাংলাদেশের ভূতাত্ত্বিক কাঠামোর মধ্যে পারমানবিক খনিজ অনুসন্ধান ও গবেষণা কাজে নিয়োজিত। এছাড়াও, এ ইউনিট বিভিন্ন ভূ-তাত্ত্বিক, ভূ-পরিবেশগত, ভূ-পদার্থিক লগিং, একাডেমিক এবং জিআইএস সংশি¬ষ্ট কার্যক্রমের সাথে জড়িত। পাশাপাশি, তেজস্ক্রিয় টেকনোলজি প্রয়োগের মাধ্যমে খনিজ সম্পদ অনুসন্ধান ও উন্নয়নে সেবা প্রদানে এ ইউনিট নিয়োজিত আছে।
চলমান গবেষণা কর্মসূচীঃ
১. বাংলাদেশের সম্ভবনাময় এলাকায় ইউরেনিয়ান, থোরিয়াম ও অন্যান্য সংশ্লিষ্ট মূল্যবান মেটাল সমৃদ্ধ তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধান।
২. রুপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় ভূ-পদার্থিক সার্ভের মাধ্যমে সাইটিং এর কাজ।
৩. বিভিন্ন প্রতিষ্ঠানকে তেজস্ক্রিয় বোরহোল লগিং ও সারফেস রেজিষ্টিভিটি-এর সেবা প্রদান।
৪. তেজস্ক্রিয়তা ও তেজস্ক্রিয়তাবিহিন বিভিন্ন শিলা ও মাটির নমুনার খনিজতাত্ত্বিক ও ভূরাসায়নিক বিশে¬ষণ।
৫. ভূ-পরিবেশগত পরিবর্তনের কারণে তেজস্ক্রিয় উপাদান ও ভারী মেটাল দ্বারা জিওস্ফিয়ার দূষণ।
৬. সম–দ্রের পানি, বালি ও প্রানীজগতের নম–না সম–হের তেজস্ক্রিয়তা নির্নয়।
৭. বিভিন্ন উৎসের নম–না সম–হের তেজস্ক্রীয়, ভারী মেটাল ও অন্যান্য ট্রেস উপাদানের উপস্থিতি নির্ণয়।
কেন্দ্রের প্রধান প্রধান সুবিধা সমুহঃ
গবেষণাগার | প্রধান যন্ত্র |
ভূ-পদার্থিক অনুসন্ধান গবেষণাগারঃ |
|
ভূ-রাসায়নিক গবেষণাগারঃ |
|
মিনারোজিক্যাল গবেষণাগারঃ |
|
চিত্রঃ রূপপুর এ ভূ-পদার্থিক লগিং- ২০১৫ চিত্রঃ এক্সআরএফ এনাইজার
চিত্রঃ আইসোডাইনামিক সেপারেটর চিত্রঃ পোলারাইজিং মাইক্রোসকোপ
মাঠ পর্যায়ে খনিজ অনুসন্ধান ও জরীপঃ
খনিজ অনুসন্ধানের ল্যাবরেটরি পদ্ধতিঃ
সেবাঃ